বুধবার, ১৮ জুন, ২০২৫, ঢাকা

ঈদের দিন গাছে ঝুলছিল যুবকের লাশ

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ০৭ জুন ২০২৫, ০৪:৩৮ পিএম

শেয়ার করুন:

ঈদের দিন গাছে ঝুলছিল যুবকের লাশ

ফরিদপুরের সালথায় ঈদুল আজহার দিনে আকাশ মোল্লা (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের কাউলিকান্দা মোল্লার মোড় এলাকার একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সেপটিক ট্যাংকে মিলল নিখোঁজ শিশুর মরদেহ, এলাকাজুড়ে শোক

মৃত আকাশ মোল্লা উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের হারুন মোল্লার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, আকাশের মা দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে ফরিদপুর শহরের তালতলা এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। শুক্রবার (৬ জুন) রাত ১১টার দিকে ওই বাসা থেকে অজ্ঞাত কারণে বের হন আকাশ। পরে শনিবার ঈদের দিন সালথার কাউলিকান্দা মোল্লার মোড় প্রধান সড়কের পশ্চিম পাশে একটি গাছের সঙ্গে নাইলনের রশি পেঁচানো আকাশের ঝুলন্ত লাশ পাওয়া যায়।

আরও পড়ুন: পলাশবাড়ীতে একই ঘরে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ


বিজ্ঞাপন


ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার পরিদর্শক মারুফ হাসান রাসেল বলেন, খবর পেয়ে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর