গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একই ঘর থেকে রাসেল মিয়া (২২) ও তার স্ত্রী জুই আকতারের (১৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ জুন) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রাম থেকে স্বামী-স্ত্রীর মরদেহ দু‘টি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: প্রতিবেশীর সঙ্গে পরকীয়ায় মত্ত গৃহবধূর আত্মহত্যা
নিহত রাসেল মিয়া ওই গ্রামের জাকিরুল ইসলামের ছেলে। পেশায় তিনি নির্মাণ শ্রমিক ছিলেন।
স্বজনরা জানান, সোমবার (২ জুন) রাতে ওই স্বামী-স্ত্রী খাওয়া-দাওয়া শেষে তাদের নিজ ঘরে ঘুমাতে যায়। পরের দিন সকাল ৭টার দিকে রাসেলের মা রাশিদা বেগম তাদের ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতর উঁকি দিলে দেখেন যে রাসেল ও তার স্ত্রী ঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে কিশোর-কিশোরীর আত্মহত্যা
বিজ্ঞাপন
এ বিষয়ে বেতকাপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা বলেন, প্রায় ৩ মাস আগে রাসেল মিয়ার সঙ্গে জুই আকতারের বিয়ে হয়। এরই মধ্যে তাদের এই ঘটনাটি খুবই বেদনাদায়ক।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/ এমইউ