শনিবার, ১৪ জুন, ২০২৫, ঢাকা

শুধু বিএনপি নয়, ৩৬টি দল ডিসেম্বরে নির্বাচন চায়: ইঞ্জিনিয়ার শ্যামল 

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৭ জুন ২০২৫, ১২:১৪ পিএম

শেয়ার করুন:

শুধু বিএনপি নয়, ৩৬টি দল ডিসেম্বরে নির্বাচন চায়: ইঞ্জিনিয়ার শ্যামল 

শুধু বিএনপি নয়, ৩৬টি দল আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

শনিবার (০৭ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।


বিজ্ঞাপন


নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি উল্লেখ করে খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, গতকাল আমাদের স্থায়ী কমিটি বৈঠকে বসেছিল। এখনও পর্যন্ত ডিসেম্বরে নির্বাচন নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট। শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায় নিয়ে প্রধান উপদেষ্টার ব্যাখ্যাটি ভুল। বিএনপির সঙ্গে ৩৬টি দল আছে, যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়।

তিনি বলেন, বিগত ৫ আগস্ট থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত একটা লম্বা সময়। এই সময়ই যথেষ্ট সংস্কারের জন্য। আমার মনে হয় সংস্কার যদি করতে হয়, এক বছরই যথেষ্ট। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সময় নষ্ট করছে। এটাও আমাদের কাছে প্রশ্নবিদ্ধ।

আরও পড়ুন: ঈদগাহে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের


বিজ্ঞাপন


সকাল ৮টায় শহরের কাজী পাড়াস্থ জেলা ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবু বকর। জামাতে নামাজ আদায় করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, জেলা জামায়াতে ইসলামির আমির মোবারক হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ। পরে নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মুনাজাত করা হয়।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর