বুধবার, ১৮ জুন, ২০২৫, ঢাকা

ঈদগাহে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ০৭ জুন ২০২৫, ১২:৫৩ পিএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় সাবেক সরকারি কর্মচারীর মৃত্যু

ঈদের সকাল, যখন সবাই নতুন পোশাকে ছুটে চলেছেন ঈদগাহের পথে, তখন বগুড়ার শাজাহানপুরে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। ঈদের নামাজ পড়তে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ হারিয়েছেন এক বাবা ও তার ৫ বছরের শিশু ছেলে।

শনিবার (৭ জুন) সকাল ৭টার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল বামুনীয়া মন্ডলপাড়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই মর্মান্তিক ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতরা হলেন—স্থানীয় বাসচালক চান মিয়া (৩৫) ও তার ছেলে আব্দুল্লাহ।

চান মিয়া পেশায় একজন বাসচালক ছিলেন। নিজেই যে রাস্তায় বছরের পর বছর বাস চালিয়েছেন, সেই রাস্তায়ই সেদিন নিজের সন্তানকে নিয়ে পাড়ি দিতে গিয়ে হারালেন প্রাণ। 
স্থানীয়রা জানান, ঈদের জামাতের জন্য বাড়ি থেকে মাত্র ২০০ গজ দূরে ঈদগাহ মাঠে যাচ্ছিলেন তিনি। রাস্তা পার করার সময় প্রথমে ছেলেকে ডিভাইডার পেরিয়ে নিরাপদে পাঠিয়ে দেন। এরপর নিজে উঠতেই সামনে চলে আসে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস। মুহূর্তেই পিষ্ট হন বাবা-ছেলে দুজনই।

ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঈদের আনন্দ মুহূর্তেই শোকের ছায়ায় ঢেকে যায় পুরো গ্রাম। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা, স্তব্ধ হয়ে যান প্রতিবেশীরা।

শেরপুর হাইওয়ে থানার ওসি আজিজুল ইসলাম জানান, ঈদের নামাজ পড়ার জন্য চাঁন মিয়া ও তার ছেলে আব্দুল্লাহ বাড়ি থেকে বের হন। এসময় তারা দুজনেই নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের ডিভাইডারের উপর দিয়ে লাফিয়ে পার হন৷ মহাসড়ক পার হওয়ার  সময় ঢাকাগামী অজ্ঞাত একটি বাস তাদের দু’জনকেই চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। 


বিজ্ঞাপন


তিনি জানান, নিহত দুজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।  

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর