ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের প্রধান সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার(২১ মে) দুপুরে উপজেলার সারেংগল এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেয় ওই ইউনিয়নের সর্বস্তরের মানুষ।
বিজ্ঞাপন
আরও পড়ুন: সামান্য বৃষ্টিতে নোয়াখালী শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা
মানববন্ধনে পুলিশ বক্স থেকে সারেংগল বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তাটি সংস্কারের দাবি জানানো হয়।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ এক যুগ আগে রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। এরপর আর কোনো সংস্কার করা হয়নি। বর্তমানে রাস্তাটি ভাঙাচোরা ও বেহাল হওয়ায় কেওড়া ইউনিয়নের কয়েক হাজার মানুষ ভোগান্তি পোহাচ্ছেন। এছাড়াও সড়কটিতে রয়েছে বেশ কয়েকটি পুরোনো ও ঝুঁকিপূর্ণ কালভার্ট।
আরও পড়ুন: রংপুরে বৃষ্টিতে তলিয়ে গেছে জমির ফসল
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তব্য দেন - ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মান্নান লাবু, প্রভাষক এনামুল হক এনাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুশফিকুর রহমান বাবু, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সাইফুল হক টুটুল ও শফিকুল ইসলাম রানাসহ আরও অনেকে। বক্তারা রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানান।
প্রতিনিধি/ এমইউ

