মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সামান্য বৃষ্টিতে নোয়াখালী শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা

জেলা প্রতিনিধি, নোয়াখালী 
প্রকাশিত: ২১ মে ২০২৫, ১১:৫৯ এএম

শেয়ার করুন:

সামান্য বৃষ্টিতে নোয়াখালী শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা

সামান্য বৃষ্টিতে নোয়াখালী শহরের বেশিরভাগ স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে শহরের প্রধান সড়ক, অলিগলি, বিভিন্ন দোকানপাট ও নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। প্রধান সড়কে চলে আসে ড্রেনের ময়লা পানি।

মঙ্গলবার (২০ মে) বিকেল থেকে আকাশ মেঘলা ছিল। এরপর সন্ধ্যায় বৃষ্টি শুরু হয়। প্রথমে হালকা বৃষ্টিপাত হলেও কিছুক্ষণের মধ্যেই তা বেড়ে যায়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: রংপুরে বৃষ্টিতে তলিয়ে গেছে জমির ফসল

তবে এই সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন ড্রেন উপচে পানি রাস্তায় উঠে আসে। বুধবার সকালেও বৃষ্টিতে একই চিত্র দেখা যায়।  

বিশেষ করে টাউন হল মোড়,  হাসপাতাল সড়ক, পৌর বাজার এলাকা এবং নতুন বাসস্ট্যান্ড এলাকায় জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করে।
রাস্তার ওপর পানি জমে যাওয়ায় যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। অনেককে পানিতে ভিজে গন্তব্যে যেতে দেখা যায়।

আরও পড়ুন: গাইবান্ধায় আগুনে ৩ ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই


বিজ্ঞাপন


শহরের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা আরও বেশি। অনেক বাসাবাড়ি এবং ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে যাওয়ায় ব্যাপক ক্ষতি হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছর সামান্য বৃষ্টিতেই এই এলাকার একই চিত্র দেখা যায়। অপরিকল্পিত নগরায়ণ এবং ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতাই এর প্রধান কারণ বলে তারা মনে করেন।

নোয়াখালী পৌরসভার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জলাবদ্ধতা নিরসনের কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে আরও বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। এমতাবস্থায়, দ্রুত জলাবদ্ধতা নিরসনের কার্যকর পদক্ষেপ না নিলে শহরের পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এই জলাবদ্ধতার কারণে একদিকে যেমন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, তেমনি অন্যদিকে অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব পড়ছে। তাই স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান করা জরুরি বলে মনে করছেন ভুক্তভোগীরা।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর