মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাইবান্ধায় আগুনে ৩ ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫, ১২:৫৭ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় আগুনে ৩ ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই

গাইবান্ধা সদর উপজেলায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে তিন দোকান ভস্মীভূত হয়ে যায়। এতে করে ব্যবসায়ীদের ১৩ লাখ টাকার বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।

বুধবার (৩০ এপ্রিল) ভোরে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের বল্লমঝাড় বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে - মঞ্জুর মুদি দোকান, জালাজ ফার্মেসি ও সাইদুলের মুদি দোকান।

স্থানীয়রা জানায়, ওই সময় প্রথমেই মঞ্জু মিয়ার দোকানে আগুন দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যেই বাজারের আরও দু’টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর শুনে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। একইসাথে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে দোকানগুলোর ফ্রিজ, টিভি ও অন্যান্য মালামাল পুড়ে যায়। এ ঘটনায় প্রায় ১৩ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এ সময় সব হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীদের কান্নায় পরিবেশ ভারি হয়ে ওঠে।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের টিম লিডার আবু মোত্তালেব বলেন, আজ ভোর পৌনে ৪টার দিকে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর