সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ময়মনসিংহে পুলিশের লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১৬ মে ২০২৫, ১২:১০ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে পুলিশের লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের লুট হওয়া একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৫ মে) উপজেলার বেতবাড়ী থানার পাড় উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারির ভেতরের বালুর স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে ভারতীয় পিস্তল ও গোলাবারুদ উদ্ধার

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা খেলার সময় বিদ্যালয় মাঠের দক্ষিণ-পূর্ব পাশে বালুর স্তূপে একটি অস্ত্র দেখতে পান। পরে স্থানীয় ইউপি সদস্য থানায় খবর দিলে পুলিশ বালুর স্তূপ থেকে মরিচাধরা একটি শর্টগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেন।

শর্টগানের বাটে বিডি ২০১৮ লেখা দেখা গেছে। পুলিশের ধারণা, ৫ আগস্টের দিন পুলিশের এই অস্ত্রটি লুট করা হয়েছিল।

আরও পড়ুন: আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ


বিজ্ঞাপন


আগ্নেয়াস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান। 

তিনি বলেন, বিদ্যালয়ের বাউন্ডারির ভেতরে বালুর স্তূপ থেকে মরিচাধরা একটি শর্টগান ও এক রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এটি ৫ আগস্ট লুট হওয়া পুলিশের একটি অস্ত্র।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর