শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

নাটোরে আ.লীগের গুলিবর্ষণের ঘটনায় জামায়াতের বিক্ষোভ মিছিল

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৫, ০১:৫৫ পিএম

শেয়ার করুন:

loading/img

নাটোরের লালপুরে ফ্যাসিবাদ আওয়ামী লীগের সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া ও গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ১১টার দিকে লালপুর উপজেলা শ্রীসুন্দরী হাইস্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।


বিজ্ঞাপন


পরে মিছিলটি লালপুর ত্রিমোহনী চত্বর প্রদক্ষিণ শেষে রামকৃষ্ণপুর চিনিবটতলা মোড়ে গিয়ে সমাবেশ করে নেতারা।

আরও পড়ুন

ঈদগাহে টাকা আদায় নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ৯

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদ শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। ঈদের নামাজ শেষে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর গুলির ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তারা প্রকাশ্যে অস্ত্রের মহড়া চালাচ্ছে। তারা মানুষের ওপর হামলা করেছে। কিন্তু এখনও তারা আইনের আওতায় আসেনি। দ্রুত তাদের আইনের আওতায় আনার জোর দাবি করছি।

লালপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদের  সভাপতিত্বে বক্তব্য দেন- নাটোর জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওহাব। আরও বক্তব্য দেন- উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, সহকারী সেক্রেটারি হাফেজ হাফজাল হোসেন, নাটোর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জাহিদ হাসানসহ নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর