ফরিদপুরের ভাঙ্গায় গুচ্ছগ্রামের একটি পরিবারের বসতঘর ও রান্নাঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ঘরে থাকা মূল্যবান সামগ্রীও পুড়ে যায়। অগ্নিকাণ্ডে গুচ্ছ গ্রামের অন্য তিনটি বসতঘরের টিনের চালাও আংশিক পুড়ে যায়।
সোমবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের কুমার নদের তীরে অবস্থিত গুচ্ছগ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আগুন লাগার ঘটনায় গুচ্ছ গ্রামের বাসিন্দা ইতি বেগমের ঘরে এই দুর্ঘটনা ঘটে। এতে ইতি বেগমের ঘরের আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চুলায় আগুন জ্বালিয়ে ইতি বেগম অন্য ঘরে গিয়ে তার বাচ্চাকে ঈদের জামা পরাতে গেলে রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে। সে আগুনে ইতি বেগমের রান্নাঘর এবং বসতঘর পুড়ে যায়।
এ বিষয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর জানান, আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী গুচ্ছগ্রামের ৮৩ নম্বর বাসায় মাটির চুলা থেকে আগুন লাগে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু, তার পূর্বেই আগুনে সবকিছু পুড়ে যায়।
প্রতিনিধি/ এমইউ