পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত বরিশাল নগরীর বান্দরোড হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজ সকাল ৮টায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। হাজারো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া নগরীর আমতলা মোড়ে বরিশাল ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদে ঈদের দ্বিতীয় প্রধান জামাতও একই সময়ে অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
বরিশাল বিভাগীয় ইসলামী ফাউন্ডেশনের পরিচালক নুরুল ইসলাম জানান, জেলার ৮ হাজারের বেশি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
নগরীর সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদ, চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদ এবং গির্জা মহল্লার জামে কসাই মসজিদেও ঈদের একাধিক জামাত সম্পন্ন হয়েছে। নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত করেন। ঈদের খুতবায় মুসলিম ঐক্য, ধৈর্য ও তাকওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
নামাজ শেষে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা এবং বিভিন্ন শ্রেণিপেশার মুসল্লিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
বরিশাল মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আব্দুল মান্নান জানান, সকাল সাড়ে ৯টার মধ্যে নগরীর সব জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এ উপলক্ষে নগরীর বিভিন্ন মসজিদে মুসল্লিদের উপচেপড়া ভিড় ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
বিজ্ঞাপন
সবার জীবনে ঈদ আনন্দ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক, এই প্রার্থনার মধ্য দিয়ে বরিশালে ঈদের প্রধান জামাত সম্পন্ন হয়।
প্রতিনিধি/একেবি