সৌদির সঙ্গে মিল রেখে রাজশাহী পুঠিয়া পৌরসভা এলাকার কৃষ্ণপুর গ্রামের মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ৮টায় উপজেলার কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
নামাজের ইমামতি করেন স্থানীয় ইমাম রহিম গাজী। নামাজে মুসল্লিদের উপস্থিত ছিল মোট ১৯ জন। পুরুষ মুসল্লি ১৬ জন এবং মহিলা ছিল ৩জন।
ইমাম মো. রহিম গাজী বলেন, মানুষ মনে করে সৌদি আরবে ঈদ হচ্ছে তাই আমাদের এই স্থানে ঈদ হচ্ছে। আসলে ব্যাপারটা তা না। চাঁদ শুধু বাংলাদেশ বা সৌদি আরবের জন্য উঠে না । চাঁদ উঠে সারা পৃথিবীর জন্য। যেদিন চাঁদ উঠে সেদিন থেকেই রমজান মাস শুরু হয়। পৃথিবীর পরিসীমা যেহেতু অনেক বড় তাই বিভিন্ন দেশ থেকে আমরা চাঁদ দেখতে পাই না। সেটা আমাদের ব্যর্থতা।
আরও পড়ুন
তিনি বলেন, সৌদি আরব পৃথিবীর মূল কেন্দ্র সে কারণে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করা হয় একথা বলা হয়। আমরা ঈদ পালন করে আসছি ৮ থেকে ১০ বছর আগে থেকে। আগে মুসল্লি কম থাকায় আমরা নিজ বাড়িতেই নামাজ আদায় করতাম। বর্তমানে সংখ্যা বেশি হওয়ায় দুই তিন বছর থেকে কৃষ্ণপুর মুসলিম মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়।
বিজ্ঞাপন
তবে এটিকে ভ্রান্ত আকিদা বলে মনে করছেন ইসলামিক স্কলাররা। তারা জানান, রাষ্ট্রীয় নির্দেশনা ছাড়া মুসলিম দেশে ঈদ উদযাপনের সুযোগ নেই। তাছাড়া এতে সাধারণ মুসলমানরা বিভ্রান্ত হতে পারে। ভ্রান্ত আকিদার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও তাগিদ দিয়েছেন তারা।
প্রতিনিধি/এসএস