বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

দিনমজুর ও শ্রমজীবীদের জন্য নতুন পাঞ্জাবি 

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ০৪:৫৫ পিএম

শেয়ার করুন:

loading/img

নড়াইলে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের উদ্যোগে দিনমজুর ও শ্রমজীবীদের জন্য নতুন পাঞ্জাবি উপহার দেওয়া হয়েছে।  

শনিবার (২৯ মার্চ) দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠনটির আয়োজনে এবং মুস্তারী কমপ্লেক্সের সহযোগিতায় নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় ১০০ জনকে পছন্দের পাঞ্জাবি উপহার দেওয়া হয়। নতুন পাঞ্জাবি পেয়ে খুশি এসব খেটে খাওয়া মানুষ।


বিজ্ঞাপন


স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজ বলেন, ২০১৭ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই ঈদসহ বিশ্ব ভালোবাসা দিবসে এ ধরনের ব্যতিক্রমী আয়োজন করার চেষ্টা করছি। আমরা মূলত সমাজের সুবিধাবঞ্চিত ও বেদে সম্প্রদায়ের শিশুদের নিয়ে কাজ করছি। 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমরা ১০০ জনের মাঝে ঈদ উপহার দিয়েছি। এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজের বিত্তশালীরা অনুপ্রাণিত হবেন এবং সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াবেন বলে আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন - স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের উপদেষ্টা সোহেল মুস্তারী, ফয়সাল মুস্তারী, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু, স্বপ্নের খোঁজে সংগঠনের সদস্য সজীব মুস্তারী, মহিউদ্দিন, সোহেল  রানা, সৌরভ মোল্যা, চৈতী রানী, পিয়াস, শাকিব মোল্যা, পরাগসহ অনেকে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর