পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলা প্রশাসকের আয়োজনে খাগড়াছড়িতে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বেলা ১২টা দিকে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ অডিটোরিয়াম ভবনে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
এসময় শতাধিক প্রতিবন্ধীদের উপহার হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল ও জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মো. শাহজাহান।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস