বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

গণপিটুনিতে অটোরিকশা ছিনতাইকারী নিহত, গুরুতর আহত ২

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ০১:৫৬ পিএম

শেয়ার করুন:

loading/img
গণপিটুনিতে নিহত ছিনতাইকারী। ছবিটি শনিবার দুপুরে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তোলা - ঢাকা মেইল।

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর এলাকায় চালককে মেরে অটোরিকশা ছিনতাইকালে স্থানীয়দের গণপিটুনিতে জহির (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই যুবকের। এর আগে ভোরে অটোরিকশা ছিনতাই করতে গিয়ে স্থানীয়দের কাছে গণপিটুনির শিকার হন তিনি।


বিজ্ঞাপন


thumbnail_VideoCapture_20250329-133914

বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ জানান, ভোরে তন্তর এলাকায় স্থানীয় মহসিন মিয়ার (৪২) অটোরিকশাতে যাত্রীবেসে উঠেন ৪জন। মাঝপথে গলায় ছুরি চালিয়ে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যান একজন।

আরও পড়ুন

তারাবি শেষ করে মসজিদে আত্মহত্যা করলেন বৃদ্ধ

এসময় অটোচালকের চিৎকারে আশপাশের লোকজন বাকি ৩ জনকে ধরে গণপিটুনি দেয়।


বিজ্ঞাপন


খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অটোচালকসহ ৩ অভিযুক্তকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়।

নিহত জহির (৩৫) মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাসিন্দা বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

thumbnail_VideoCapture_20250329-133813

এছাড়া এ ঘটনায় আহত অপর দুইজনের অবস্থাও আশঙ্কাজনক। তারা হলেন, মাদারীপুরের কালকিনী এলাকার জাফর (৩২) ও বরিশালের মুলাদি এলাকার আরিফ শিকদার (৩৩)।

তারা সবাই ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ভাড়া থাকতেন বলে জানিয়েছেন পুলিশ।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন শ্রীনগর থানার ওসি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর