ছাত্র-জনতা ও শ্রমিক ছাড়া কোনো পরিবর্তন ঘটবে না, কেননা যুবকরাই সাহসী, মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশের অবস্থা ভালো নয়, দিন দিন আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটছে। কাজেই সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। জনগণকে নির্বাচনমুখী করতে হবে, এতে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে এবং মানুষ স্বস্তি পাবে।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় পৌর কনভেনশন সেন্টারে সিরাজগঞ্জে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, আন্দোলনে নেতৃত্ব দিলে দেশের মালিক হওয়া যায় না। যদি তা হতো, তাহলে ‘৭১-এর মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধারাই দেশ শাসন করতেন এবং ‘৯০-এর গণ আন্দোলনের পর ছাত্ররাই দেশ পরিচালনা করতেন। নতুন দল গঠন করা কোনো অপরাধ নয়, কিন্তু নতুন দল মানে শত শত গাড়ি বহর নিয়ে ঘুরে বেড়ানো নয়, নতুন দল মানে হেলিকপ্টার নিয়ে আকাশে উড়ানো নয়।
তিনি অভিযোগ করেন, পতিত খুনি হাসিনা সরকার দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে এখন ভারতে বসে ষড়যন্ত্র করছে। এজন্য বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
ড্যাব সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. এম এ লতিফের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, ড্যাব কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল প্রমুখ।
প্রতিনিধি/একেবি