সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ১১:০২ পিএম

শেয়ার করুন:

loading/img

দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় দিলদার হোসেন (৫০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ৯ বছরের শিশুসহ দুইজন গুরুতর আহত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের উপজেলার মির্জাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। তবে চালক ও সহযোগী পালিয়ে গেছে।


বিজ্ঞাপন


পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, বিরামপুর থেকে পার্শ্ববর্তী নবাবগঞ্জের ভাদুরিয়া বাজারের উদ্দেশ্যে কয়েকজন যাত্রী নিয়ে ওই ভ্যানে রওনা দেয়। এরপর ভ্যানটি মির্জাপুর নামক স্থানে পৌঁছালে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক ভ্যানের পেছন দিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক দিলদার হোসেন ঘটনাস্থালেই নিহত হন। আর অপর দুই যাত্রী গুরুতর আহত হন।

নিহত দিলদার হোসেন নবাবগঞ্জ উপজেলার বাজিতপুর গ্রামের গোলজার হোসেনের ছেলে। আহতরা হলেন একই গ্রামের রুহুল আমিন (৫০) ও নয় বছর বয়সী শিশু মেজবাহুল ইসলাম।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, ঘাতক ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর

News Hub