নেত্রকোনার মদনে মোবাইলফোন চুরির অভিযোগে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ শিশু দুইজনকে উদ্ধার করে তাদের হেফাজতে নিয়েছে। এ ঘটনায় নির্যাতিত শিশুর চাচা মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বুধবার দুপুরে নেত্রকোনার মদন পৌরসভার কৃষি অফিস সংলগ্ন এমন ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
এ ঘটনার অভিযোগে সুকেল মিয়া( ২৬) ও জয়নাল (১৯) নামের দুই যুবককে থানায় আটক রাখা হয়েছে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মদন পৌরসভার কৃষি অফিসের সামনে একটি বাস থেকে মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে তিনটি মুঠোফোন চুরি হয়। এরই সন্দেহে বুধবার সকালে দুইটি শিশুকে চুরির অপবাদ দিয়ে নারকেল গাছে বেঁধে নির্যাতন করে। এর সঙ্গে ভিডিও করে সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে ঘটনাটি মুহুর্তেই ভাইরাল হয়। পরে পুলিশ শিশু দুইটিকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দিয়ে তাদের হেফাজতে নেয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় দুইজনকে আটক করা হয়েছে।
নির্যাতনের শিকার শিশুটির চাচা জানান, চুরি করে থাকলে দেশের আইন অনুযায়ী পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। কিন্তু এভাবে গাছের সঙ্গে বেঁধে শিশুদের নির্যাতন করা হয়েছে। যেটা আসলে ঠিক হয়নি। এ ঘটনার সুষ্ঠু বিচার হওয়া দরকার।
মদন থানার ওসি নাঈম মোহাম্মদ নাহিদ হাসান জানান, সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে শিশু দুইটিকে উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নির্যাতনের শিকার শিশুর চাচা লিখিত অভিযোগ দিয়েছে। এ ঘটনায় দুইজন আটক রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে