লালমনিরহাটে একটি বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি নোহা মাইক্রোবাস আটক করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) ভোররাতে উপজেলার কুলাঘাট ইউনিয়নের বড়বাড়ি রোড সাকোয়া টিকটিকির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বাদল কুমার মন্ডল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন - ঢাকা জেলার ধামরাই থানার বাংগোলা এলাকার নওশের আলীর ছেলে জুয়েল (২৮), মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের ছোট সাকরাইল এলাকার সুদেব হালদারের ছেলে লিটন হালদার (২৭), একই থানার খালিশা গ্রামের মো. আজিজের ছেলে আসলাম (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার কুলাঘাট-বড়বাড়ি রোডে সাকোয়া টিকটিকির মোড় এলাকায় সোমবার ভোররাতে পুলিশ অভিযান পরিচালনা করে একটি মাইক্রোবাসে তল্লাশি চালায়। তখন একটি ইউএসএ পিস্তল, তিন রাউন্ড গুলি, ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল, একটি নোহা মাইক্রোবাসসহ তাদের তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) বাদল কুমার মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ