পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বাজার মনিটরিং এ ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ মার্চ) দুপুরে অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, অধিক মূল্যে পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এ ৪ প্রতিষ্ঠানকে ৪ হাজার ৪শ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা বলেন, ভোক্তা অধিকার রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/ এজে