মেহেরপুরের গাংনীতে তিনটি অবৈধ ইটভাটা থেকে ছয় লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ মার্চ) দুপুর থেকে শুরু করে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামের একাধিক ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
অভিযানে মালিকরা তাদের দোষ স্বীকার করায় এ জরিমানা আদায় করা হয়।
জরিমানা প্রদানকারী ইটভাটাগুলো হলো - উপজেলার মহিষাখোলা গ্রামে অবস্থিত টুস্টার ব্রিকস, ভাটপাড়া গ্রামের রিপন ব্রিকস এবং কসবা গ্রামের হিরা ব্রিকস। প্রত্যেকটি ইটভাটা দু’লাখ করে জরিমানা দিয়েছে। একইসাথে অবৈধ ইটভাটার সব কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩-এর ৮ (৩) চ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন অবৈধ ইটভাটা মালিকের কাছ থেকে ছয় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
বিজ্ঞাপন
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় যৌথ বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসনের ওই কর্মকর্তা।
প্রতিনিধি/ এমইউ