ফেনীর কালিদাস পাহালিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও তৎসংলগ্ন স্থান থেকে মাটি কাটার দায়ে ৪ ব্যক্তিকে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ মার্চ) দুপুরের দিকে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের বিভিন্ন মেয়াদের জেল দেওয়া হয়।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালত জানায়, দীর্ঘদিন যাবৎ ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে কালিদাস পাহালিয়া নদী থেকে অবৈধভাবে ভালো উত্তোলন ও তৎসংলগ্ন স্থান থেকে মাটি কেটে বিক্রি করছে একটি অসাধুচক্র। সোমবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওইসব এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে ৪ ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে আটককৃত লেমুয়া ইউনিয়নের দেলোয়ার মেম্বার বাড়ির ফারুক আহমেদের ছেলে মো. খুরশিদ আলম ও দক্ষিণ লেমুয়া গ্রামের আবু তাহেরের ছেলে মঞ্জুরুল আলমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইভাবে লেমুয়া ইউনিয়নের সওদাগর বাড়ির হাফেজ উল্লার ছেলে মুহাম্মদ সেলিম ও উত্তর গোবিন্দপুর এলাকার নুরুল আলমের ছেলে নূর হোসেন রুবেলকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক ও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা বলেন, ফেনী জেলা প্রশাসকের নির্দেশনার আলোকে ফেনীতে নদী থেকে অবৈধ বালু উত্তোলনকারী ও ফসলি জমি থেকে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/ এজে