রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১০ মার্চ ২০২৫, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

loading/img

ধর্ষণের বিচার ও জনপরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাজার বাসস্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি ও স্থানীয় একাধিক   শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সোমবার (১০ মার্চ) সকালে গাজীপুর সদর উপজেলা জাতীয় নাগরিক পার্টির নেতা শেখ জিহাদুল ইসলামের সভাপতিত্বে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 


বিজ্ঞাপন


এ মানববন্ধনে বক্তব্য দেন, বিশিষ্ট কবি, কথাসাহিত্যিক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন, পরিবেশবিদ ও কলামিস্ট সাঈদ চৌধুরী, মাস্টারমাইন্ড ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক জাহিদ হাসান মুন্সী, ভবানীপুর মডেল একাডেমির পরিচালক মেহেদী হাসান, ফাহিম ফয়সাল,জাতীয় নাগরিক পার্টির গাজীপুর সদর উপজেলা নেতা মেহেদী হাসান মিঠুন, আজহারুল ইসলাম আশিক ও রনি আহমেদ প্রমুখ।

এ সময় বক্তারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সম্প্রতি ধর্ষণের ঘটনা আগের তুলনায় বেড়ে গেছে। মাগুরায় আট বছরের শিশুকে নির্যাতন করে ধর্ষণ করা হয়েছে। গত দু মাসে ধর্ষিত হয়েছে ৯৪ জন নারী। নির্যাতিত হয়েছে ২৯৬ জন। এটি অশনী সংকেত। এ থেকে উত্তরণের জন্য অবিলম্বে ধর্ষককে কঠিন বিচারের মুখোমুখি করতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এদিকে,দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন করে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদল। উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কলেজের মূল ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন