রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বগুড়ায় বিক্ষোভ 

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ১০ মার্চ ২০২৫, ০৪:১৬ পিএম

শেয়ার করুন:

loading/img

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বগুড়ায় সড়ক-মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় শহরে মিছিল বের করা হয়। এতে বগুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের সাতমাথায় সমাবেশ অনুষ্ঠিত হয়। 


বিজ্ঞাপন


এসময় শিক্ষার্থীরা সড়কের ওপর বসে পড়ে বিক্ষোভ প্রদর্শন করে। এতে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ হয়ে  যায়। একই দাবিতে বেলা সাড়ে ১২টার দিকে শহরের বনানী এলাকায় ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে  বগুড়া সরকারী পলিটেকনিক ইন্সটিটিউট এর শিক্ষার্থীরা। ১০ মিনিট তারা সেখানে অবস্থান করে। এসময়  শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দেন।

এতে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতনসহ ধর্ষনের শিকার হচ্ছেন। আমরা নারী সমাজের নিরাপত্তা চাই। আর কোন আছিয়ার মতো ঘটনা আমরা দেখতে চাই না। অবিলম্বে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন