সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

মাদারীপুরে বালু ব্যবসার দ্বন্দ্বে ২ ভাইকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫, ০৪:১৩ পিএম

শেয়ার করুন:

loading/img

মাদারীপুরে বালু ব্যবসার দ্বন্দ্বে দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। 

শনিবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে খোয়াজপুর সরদারবাড়ি জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত সাইফুল সরদার ও আতাউর সরদার সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর-টেকেরহাট এলাকার আজিবর সরদারের ছেলে।

আহত ব্যক্তিরা হলেন—সাইফুলের ভাই অলিল সরদার, প্রতিবেশী মুজাম সরদারের ছেলে পলাশ সরদার, আজিজুল হকের ছেলে তাজেল সরদারসহ পাঁচজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সরদার। এ নিয়ে তার দ্বন্দ্ব হয় একই এলাকার শাজাহান খানের সঙ্গে। এরই জেরে শনিবার বেলা ১১টার দিকে খোয়াজপুর সরদারবাড়ি জামে মসজিদের সামনে একা পেয়ে সাইফুলের ওপর হামলা চালায় শাজাহানের লোকজন।

এ খবর আশপাশে ছড়িয়ে পড়লে সাইফুলের বড়ভাই আতাউর ও চাচাতো ভাই অলিল ও প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় কুপিয়ে হত্যা করা হয় সাইফুল ও তার বড়ভাই আতাউর সরদারকে। আহত হয় অন্তত ৫ জন।


বিজ্ঞাপন


তাদের উদ্ধার করে ভর্তি করা হয় ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, খোয়াজপুরের শাজাহান খান লোকজন নিয়ে অতর্কিতভাবে এই হামলা চালায়। বাঁচতে মসজিদে ঢুকেও শেষ রক্ষা পাননি তারা। এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার বলে জানান তারা।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা (সদর সার্কেল) বলেন, ‘এলাকায় উত্তেজনা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ। তবে নিহত সাইফুলের বিরুদ্ধে ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশি টহল ও অভিযান জোড়দার করা হয়েছে। অপরাধীরা শিগগিরই ধরা পড়বে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর