শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘ইসলামি রাষ্ট্র গঠনের মাধ্যমেই জাকাতভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব'

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫, ০৯:৩০ এএম

শেয়ার করুন:

loading/img

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য ও যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, নামাজ ও রোজার মতোই জাকাত আদায় করাও একটি ফরজ ইবাদত। তবে বাংলাদেশের মুসলমানরা যাকাত আদায়ে সচেতন নয়, যা দারিদ্র্য দূরীকরণে অন্যতম মাধ্যম। যাকাত সম্পদের পবিত্রতা অর্জনের সর্বোত্তম পন্থা এবং দরিদ্রদের অধিকার। ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই যাকাতভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব।

তিনি বলেন, যাকাত ইসলামী অর্থব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের ৯০ শতাংশ জনগণ মুসলিম হলেও ধনী-দরিদ্রের ব্যবধান বাড়ছে। এই বৈষম্য দূর করতে যাকাতের সঠিক বণ্টন নিশ্চিত করতে হবে। এটি কেবল দারিদ্র বিমোচন নয়, বরং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের একটি উপায়। যাকাতভিত্তিক অর্থনীতি চালুর মাধ্যমে সুদমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। সুদ মানুষকে শোষণ করে, আর যাকাত সমাজের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে। শুধু যাকাত আদায় নয়, ইসলামের সার্বিক বিধান বাস্তবায়নের জন্য প্রতিটি মুসলমানকে প্রচেষ্টা চালাতে হবে।


বিজ্ঞাপন


শুক্রবার (৭ মার্চ) বিকেল ৪টায় শহরের রেড-টাউন হোটেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর সাংগঠনিক জেলার পেশাজীবী থানার  উদ্যোগে সুধী সমাবেশ ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।

আরও পড়ুন

‘শিশুদের মসজিদে আনুন, ইবাদতের অভ্যাস গড়ে তুলুন’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক জেলার পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু ফয়সালের সঞ্চালনায়  প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল আরও বলেন, আল্লাহ ধনীদের সম্পদের ওপর দরিদ্রদের অধিকার দিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থাপনা কার্যকর না থাকায় জামায়াতে ইসলামী প্রাতিষ্ঠানিকভাবে যাকাত আদায় ও বিতরণের ব্যবস্থা গ্রহণ করেছে। সব সামর্থ্যবান ব্যক্তিকে জামায়াতের এই কার্যক্রমে যুক্ত হয়ে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

রমজানের ফজিলত নিয়ে তিনি আরও বলেন, এই মহিমান্বিত মাস দোয়া কবুল ও নাজাতের মাস। তাই এই মোবারক মাসে সিয়াম ও কিয়াম পালনের মাধ্যমে আল্লাহ তায়ালার কাছে বেশি বেশি চাইতে হবে।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন।  উপস্থিত ছিলেন জেলা তারবিয়াত সেক্রেটারি অধ্যাপক আবু মাহাদি, পেশাজীবী থানার অফিস সেক্রেটারি গাউসুল আজম, সমাজ কল্যাণ সেক্রেটারি রেজওয়ান হোসেন, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্যবৃন্দ, প্রখ্যাত শিক্ষক, চিকিৎসক, ব্যাংকার ও বিভিন্ন স্তরের নেতারা।

সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে বক্তারা যাকাতের সঠিক বণ্টন, রমজানের তাৎপর্য ও আত্মশুদ্ধির মাধ্যমে সমাজ উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তারা যাকাতভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান, যা দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন