মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গোপালগঞ্জে বাসচাপায় বৃদ্ধা নিহত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২০ এএম

শেয়ার করুন:

গোপালগঞ্জে বাসচাপায় বৃদ্ধা নিহত

গোপালগঞ্জে বাসচাপায় মাবিয়া বেগম (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সদর উপজেলার সোনাসুর নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষকের মৃত্যু

মাবিয়া সোনাশুর গ্রামের মোস্তফা গাজীর স্ত্রী। সড়ক পারাপার হওয়ার সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়।

আরও পড়ুন: গাইবান্ধায় বাসচাপায় প্রাণ গেল নারীর


বিজ্ঞাপন


এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে ইট-পাটকেল মেরে ভাঙচুর চালায়। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রোমান মোল্লা বলেন, শত শত স্থানীয় লোকজন মহাসড়কটি অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে রাখে। তখন রাস্তার দু’পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে। রাত সাড়ে ১১টার দিকে গ্রামবাসী ঘটনাস্থল ত্যাগ করায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর