বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১১ পিএম

শেয়ার করুন:

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষকের মৃত্যু

বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষক তাপস কুমার বিশ্বাস (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোররাতে ঢাকা পিজি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 


বিজ্ঞাপন


নিহতের চাচা শ্বশুর ফকিরহাট কলকলিয়া গুরুচরন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজিৎ কুমার মজুমদার এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তাপস কুমার বিশ্বাস জেলার চিতলমারী উপজেলার অতুলনগর গ্রামের মনমোথনাথ বিশ্বাসের ছেলে। 

তিনি ফকিরহাট সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। এছাড়া তিনি ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি ছিলেন। তিনি ফকিরহাটে চাকরির সুবাদে উপজেলার আট্টাকী ঘোষপাড়া এলাকায় বসবাস করতেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষক চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার বিষয়টি অবগত হয়েছি। বিষয়টি নিয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর