মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

রাজবাড়ীতে অজ্ঞাত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, রাজবাড়ী 
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১১ পিএম

শেয়ার করুন:

রাজবাড়ীতে অজ্ঞাত লাশ উদ্ধার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অজ্ঞাত এক বৃদ্ধার (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বাজারস্থ জামে মসজিদের ওজুখানার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবদল নেতার মৃত্যু

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ পড়ার জন্য মুসল্লিরা এসে দেখতে পায় যে মসজিদের পাশে ওজুখানার কাছে এক অজ্ঞাত নারী মৃত অবস্থায় শুয়ে আছে। এর আগে গত ৩/৪ দিন যাবত রামদিয়া বাজার এলাকায় ওই বৃদ্ধাকে লোকজন ঘোরাফেরা করতে দেখেন। 

মানসিক ভারসাম্যহীন থাকায় সে তার বাড়ির ঠিকানা বলতে পারতেন না। গত রাত ৯টার দিকে মসজিদের পাশে অসুস্থ হয়ে পড়লে বাজার কমিটির লোকজন তাকে স্থানীয় চিকিৎসকের সহায়তায় চিকিৎসা করান। পরবর্তীতে তিনি কিছুটা সুস্থ হয়ে বাজারের এলাকায় হাঁটাহাঁটি করেন।

আরও পড়ুন: রাজশাহীতে চা দোকানি খুন, নেপথ্যে পরকীয়া


বিজ্ঞাপন


বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, এই বৃদ্ধা বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন। আমরা ধারণা করছি যে তার মৃত্যু অসুস্থতার কারণেই হয়েছে। এরপরও লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। যদি কোনো সুহৃদয়বান ব্যক্তি তার পরিচয় জানতে পারেন, তবে আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর