রাজশাহীতে এক চা দোকানি খুন হয়েছেন। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হত্যার কথা স্বীকার করেছে। খুনের নেপথ্য কারণ পরকীয়া বলে জানা গেছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: আপন ভাতিজার হাতে চাচা খুন
গ্রেফতার ব্যক্তিরা হলেন - মো. রানা (৩২) ও মোসা. বেলি বেগম (৩০)।
রানা রাজশাহী জেলার দূর্গাপুর থানার আলীপুর গ্রামের খোকন আলীর ছেলে ও তার স্ত্রী বেলী বেগম রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনি পশ্চিমপাড়ার মো. মেরাজ উদ্দিনের মেয়ে।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, রাজশাহী মহানগরীর কর্ণহার থানার রাধানগর বেজুড়া গ্রামের মো. আবু বাক্কারের ছেলে মাসুদ রানা। সে প্রায় এক বছর ধরে নগরীর রাজপাড়া থানার নতুন বিলসিমলা এলাকার নজরুল ইসলামের বাড়িতে একাই ভাড়া থাকতেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে ফুটপাতে চায়ের দোকান চালাতেন। গত (১৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টায় তার ভাড়া বাসায় পূর্বপরিকল্পিতভাবে তাকে নির্মমভাবে খুন করে আসামিরা। এরপর তার বাবার অভিযোগের প্রেক্ষিতে রাজপাড়া থানায় একটি হত্যার মামলা রুজু করা হয়। খুনের নেপথ্য কারণ পরকীয়া বলে জানা গেছে।
আরএমপির মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়। এ সময় তারা বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন।
প্রতিনিধি/ এমইউ