শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবদল নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি, বগুড়া 
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

loading/img

বগুড়ার সারিয়াকান্দিতে বুলবুল আহম্মেদ সরকার (৪৫) নামের এক যুবদল নেতা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: রাজবাড়ীতে অজ্ঞাত লাশ উদ্ধার

তিনি কামালপুর ইউনিয়ন যুবদলের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি এবং সুতানারা গ্রামের সাইফুল ইসলাম সরকারের ছেলে।  

উপজেলা যুবদলের সভাপতি মুহিদুল ইসলাম মুন্সি এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন: রাজশাহীতে চা দোকানি খুন, নেপথ্যে পরকীয়া


বিজ্ঞাপন


তিনি জানান, রোববার রাতে বুলবুল তার বাড়ির পাশে বোরো ধানের জমিতে বিদ্যুৎচালিত শ্যালো মেশিনে পানি দিতে গিয়েছিলেন। সেখানে রাত সাড়ে ১২টার দিকে পুকুর থেকে একটি মাছ লাফ দিয়ে জমির আইলে ওঠে। ওই মাছ ধরতে গিয়ে বুলবুল বিদ্যুৎস্পৃষ্ট হন। 

খবর পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তখন ওই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জামিরুল ইসলম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন