বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

চাঁদাবাজির অভিযোগে বিএনপির হারানো পদ ফিরে পেতে মরিয়া নাসিম আকন

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০১ পিএম

শেয়ার করুন:

loading/img
নাসিম উদ্দিন আকন। ছবি: সংগৃহীত

চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ ওঠায় ঝালকাঠির রাজাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের দলীয় পদ স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি। তবে তিনি এই পদ ফিরে পাওয়ার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন। বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালসহ বরিশাল বিএনপির কয়েকজন নেতা তার পক্ষে তদবির করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

এলাকায় ব্যাপক চাঁদাবাজি, দখল বাণিজ্য ও ভয়ভীতি প্রদর্শনের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে দলীয় সিদ্ধান্তে গত ৮ জানুয়ারি নাসিম উদ্দিন আকনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশের  উপযুক্ত জবাব না পাওয়ায় গত ২ ফেব্রুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার পদ স্থগিত করা হয়।


বিজ্ঞাপন


পদ হারানোর পর ঝালকাঠি বিএনপির এই নেতা তা ফিরে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। মোটা অংকের অর্থের বিনিময়ে নেতাদের দিয়ে তদবির করানোর অভিযোগ পাওয়া গেছে।

নাসিম আকনের পদ ফিরে পেতে গত ৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নুর সুপারিশসহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর আবেদন করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে নাসিম আকনের নানা অপরাধমূলক কর্মকাণ্ডে বিরক্ত স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। ইতোমধ্যে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে জেলা শ্রমিক দল। বিচারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে জাতীয় নাগরিক কমিটিও। তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগও তুলেছেন স্থানীয়রা।

আরও পড়ুন

দখল-চাঁদাবাজির ‘হাতবদলে’ রেহাই পাচ্ছে না বিএনপির লোকজনও

ফুরফুরে বিএনপিতে দুশ্চিন্তার ছাপ!

অভিযোগ রয়েছে, পদ স্থগিত হওয়ার পর দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নাসিম উদ্দিন আকন অর্থের বিনিময়ে উপজেলাজুড়ে দলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা করিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির একাধিক নেতাকর্মী বলেন, নাসিম আকনকে চাঁদাবাজির অভিযোগে দলীয় পদ স্থগিত করা হয়েছে। তারপরেও তিনি বিভিন্ন সমাবেশে বক্তব্য দিয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তিনি এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন।

জেলা বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন বলেন, চাঁদাবাজির অভিযোগ বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। আমরা তাকে শোকজ করেছিলাম। শোকজের জবাব সন্তোষজনক না হওয়াতে তার দলীয় পদ স্থগিত করা হয়েছে। পরে কেন্দ্র থেকেও তার পদ স্থগিত করা হয়।

এ ব্যাপারে নাসিম উদ্দিন আকনের সঙ্গে কথা বলতে তার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন