টাঙ্গাইলের বাসাইলে ইটভাটায় অভিযান চালিয়ে তিন ইটভাটা মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেয়ামত উল্ল্যা এই অভিযান পরিচালনা করেন।
বিজ্ঞাপন
তিনি জানান, লাইসেন্স নবায়ন না থাকা, ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে উপজেলার নাইকানীবাড়ী এবং মিরিকপুর এলাকার মেসার্স এবিএল ব্রিক ফিল্ড, মেসার্স এইচ এমবি ব্রিক ফিল্ডসহ বাংড়া এলাকায় মেসার্স কিং ব্রিক ফিল্ডের মালিককে মোট সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এজে