রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জীবন গ্রেফতার 

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৫, ০৪:৫৬ পিএম

শেয়ার করুন:

loading/img

মেহেরপুরের গাংনীতে সন্ত্রাস বিরোধী দমন আইনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রেজানুল হক ইমনের দায়ের করা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জীবন আকবরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে পৌর এলাকার দুই নম্বর ওয়ার্ড শিশিরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জীবন আকবর শিশিরপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।


বিজ্ঞাপন


গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন করে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রেজানুল হক ইমনের দায়ের করা সন্ত্রাস বিরোধী দমন আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) ধারা ৬(২)/১০/১১/১২/১৩ মামলার এজাহার ভুক্ত তিন নম্বর আসামি জীবন আকবরকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) দুপুরে তার নিজ বাড়ি শিশিরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। 

দায়ের করা মামলা নং-১১, তারিখ ১৯ আগস্ট ২০২৪ ওই মামলায় গ্রেফতার দেখিয়ে গাংনী থানার মাধ্যমে বিকেলে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর