সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাবিতে বাইক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,  রাবি
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৫, ০৩:২২ পিএম

শেয়ার করুন:

রাবিতে বাইক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মোটরসাইকেল দুর্ঘটনায় রাজশাহী কলেজের এক শিক্ষার্থী মারা গেছেন। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ও শালীনতা রক্ষায় যবিপ্রবিতে অভিযান 

নিহতের নাম শিমুল শিহাব। তার বাসা রাজশাহী নগরীর মেহেরচন্ডী বুধপাড়া এলাকায়। প্রাথমিকভাবে জানা যায় যে তিনি রাজশাহী কলেজের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৩য় বিজ্ঞান ভবনের পিছনে একটি মেয়ের সঙ্গে বসে আড্ডা দিচ্ছিল ছেলেটি। এ সময় সেদিক দিয়ে প্রক্টরের নিয়মিত টহল চলছিল। প্রক্টরের গাড়ি দেখে বাইক নিয়ে দ্রুত পালাতে যান তারা। যেদিক দিয়ে পালাচ্ছিলেন সেখানে রাস্তার কাজ চলছে। রাস্তার মধ্যে দিয়ে রড বিছানো ছিল। রডের মধ্যে দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। তাকে প্রথমে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে অবস্থা গুরুতর দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন: হবিগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন


বিজ্ঞাপন


এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, রাত ১০টার দিকে আমি ঘটনা জানতে পারি। আমাদের সহকারী প্রক্টর টহল দিচ্ছিল। তখন ছেলে-মেয়ে দু’জন তৃতীয় বিজ্ঞান ভবনের পিছনে ছিল। প্রক্টরের গাড়ি দেখে তারা বাইক নিয়ে পালাতে যায়। ওদিক দিয়ে রাস্তার কাজ চলছিল। সেখানেই দুর্ঘটনাটি ঘটে। পরে আমাদের লোকজন তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পাঠায়। সেখান থেকে তাকে রামেকে নেওয়া হয়। ছেলেটির বাইক প্রক্টর দপ্তরে আছে। কিছুক্ষণ আগে জানতে পারলাম যে ছেলেটি মারা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত এক চিকিৎসক জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাত ১১টার দিকে একজনকে নিয়ে আসা হয়। তবে আগেই সে মারা গিয়েছিল। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মস্তিষ্কে রক্তক্ষরণে সে মারা গেছে। তবে বাহিরে কোনো রক্তের দাগ পাওয়া যায়নি। সামান্য একটু র‍্যাশ টাইপ ছিল মাথার দিকে। তাকে মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে রাজশাহীর মতিহার থানার ওসি মো. আব্দুল মালেক বলেন, আমরা বিষয়টি খোঁজ-খবর রাখছি। তবে সঠিক ঘটনাটি আমরা এখনও জানতে পারিনি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর