ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা বাছির উদ্দিন ভূইয়াসহ (২৫) সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জানুয়ারি) দিনব্যাপী ময়মনসিংহ সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলো স্থানীয়রা
গ্রেফতার বাছির উদ্দিন ভূইয়া আশরাফ উদ্দিন ভূইয়ার ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সম্পাদক।
গ্রেফতার অন্যরা হলেন - নগরীর আকুয়া চৌরাঙ্গীর মোড় এলাকার মৃত লাল মিয়ার ছেলে মো. রাশেদ (২৬)। তিনি ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি। মালগুদাম এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে যুবলীগ নেতা রবিন খান (২৫)। মাসকান্দা এলাকার আইয়ুব আলীর ছেলে মোকছেদুল মোমিন শুভ (২৬), সদরের খাগডহর ঘুন্টি এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে আবুল কালাম আজাদ (৫৪), সদরের খাগডহর পূর্বপাড়া এলাকার আ. রহমানের ছেলে আশরাফুল ইসলাম আশিক (২০) ও সদরের সানাদিয়া এলাকার আফতাব উদ্দিনের ছেলে আরাফাত হোসেন (২২)।
বিজ্ঞাপন
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দু’নেতাসহ যুবলীগ নেতা ও অন্যদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মামলা ছিল। তাদের পালিয়ে থাকার অবস্থান জানতে পেরে নগরী ও সদরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তাদের সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/ এমইউ

