বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে শর্টগানসহ যুবক আটক

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৫, ১২:২৪ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে শর্টগানসহ যুবক আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে একটি শর্টগান ও দেশীয় অস্ত্রসহ মো. আসিফ ইকবাল নামে এক যুবককে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গভীর রাতে উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামে সেনাবাহিনীর একটি অভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করেছে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ নারী আটক 

আটক আসিফ ইকবাল একই গ্রামের সেলিম উদ্দিনের ছেলে। 

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বিষয়টি সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্প থেকে নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৩ বীরের চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প সূত্র জানায়, আসিফ ইকবাল তার বাড়িতে অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে মর্মে বৃহস্পতিবার গভীর রাতে চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পে খবর এলে তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। এ সময় আটক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী, তার ঘরের বিছানার নিচে লুকানো একটি দেশীয় শর্টগান ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: মিরসরাইয়ে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

পরে তাকে উদ্ধারকৃত অস্ত্রসহ চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া আসিফকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সেনা ক্যাম্প সূত্রে আরও জানা গেছে, গত কয়েক দিনে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার ও কয়েকজনকে আটক করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের আটকে সেনাবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর