বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিরসরাইয়ে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, মিরসরাই
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

মিরসরাইয়ে দেশে তৈরি দু’টি আগ্নেয়াস্ত্র, পিস্তলের ম্যাগাজিন, কার্তুজসহ অস্ত্র ব্যবসায়ী মো. বাহারকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার ইছাখালী ইউনিয়নের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পূর্ব ইছাখালী বিলের মধ্যে সালাউদ্দিনের খামারের পাশে রাস্তার ওপর থেকে ওই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার বাহার উপজেলার মিঠানালা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রহমতাবাদ এলাকার আব্দুল মান্নানের বাড়ির নুর মোহাম্মদের ছেলে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, বুধবার দিবাগত রাতে পুলিশের একটি টিম জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকার পূর্ব ইছাখালীতে অভিযান চালায়। সেখানকার সালাউদ্দিনের খামারের পাশে গ্রামীণ সড়কে মো. বাহারের হাতে থাকা নেভি ব্লু-রঙের হাতব্যাগের ভেতর একটি দেশি আগ্নেয়াস্ত্র (এলজি), পাইপ গান, পিস্তলের ম্যাগাজিন, দু’টি শর্ট গানের তাজা কার্তুজ এবং এসব অস্ত্র পরিবহন কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন অটোরিকশা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি অটোরিকশায় থাকা চারজন পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতার আসামিসহ পলাতক আসামিদের বিরুদ্ধে অস্ত্র মামলা নং-১৫ দায়ের করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর