বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ নারী আটক 

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর 
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৫, ১১:২৪ এএম

শেয়ার করুন:

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ নারী আটক 

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ সাজু আক্তার (১৮) নামে এক নারীকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রামের আজিম উদ্দিন পাটওয়ারীর বাড়ি থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।


বিজ্ঞাপন


আরও পড়ুন: মিরসরাইয়ে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

আটক সাজু হামছাদী গ্রামের মো. জুয়েলের স্ত্রী। 

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, সাজুর স্বামী জুয়েল মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে জুয়েলের কাছে বিদেশি পিস্তল রয়েছে। এতে তার বাড়িতে অভিযান চালানো হয়।

আরও পড়ুন: কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে শর্টগানসহ যুবক আটক


বিজ্ঞাপন


বাড়িতে অভিযান চালিয়ে তাকে পাওয়া যায়নি। তবে বিদেশি পিস্তলসহ তার স্ত্রীকে আটক করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো বলেন, অভিযান চালিয়ে জুয়েলকে পাওয়া যায়নি। তবে ঘর থেকে অস্ত্র উদ্ধার ও জুয়েলের স্ত্রী সাজুকে আটক করা হয়।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর