শীতের রাতে জবুথবু হয়ে ঘুমিয়ে আছেন ছিন্নমূলরা। কেউ চাদর, আবার কেউ গামছা-লুঙ্গি কিংবা ছেঁড়া কাঁথা গায়ে জড়িয়ে ঘুমাচ্ছেন। তবে পৌষের শীত তাতে মানছে না। থরথর করে কাঁপছে শরীর। জয়পুরহাটে শীতের তীব্রতা বাড়ায় গভীর রাতে পথে পথে ছিন্নমূল ও শীতার্ত মানুষ খুঁজে তাদের গায়ে কম্বল জড়িয়ে দেন পুলিশ সুপার মোহম্মদ আবদুল ওয়াহাব।
রোববার (৫ জানুয়ারি) দিবাগত গভীর রাতে পৌর শহরের পাঁচুর মোড় জিরো পয়েন্ট, জয়পুরহাট রেলস্টেশনের প্লাটফর্মে থাকা অসহায়, হতদরিদ্র, পথশিশু ও প্রতিবন্ধী মানুষের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়। এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন এ পুলিশ সুপার।
বিজ্ঞাপন
আরও পড়ুন: রাতে অসহায়দের বাড়িতে শীতবস্ত্র নিয়ে জেলা প্রশাসক
এ বিষয়ে মোহম্মদ আবদুল ওয়াহাব বলেন, পেশাদারিত্বের কারণে অনেক সময় রাতে বের হতে হয়। তখন দেখেছি ছিন্নমূল মানুষের করুণ দৃশ্য। এ কারণেই রাতে শীতবস্ত্র নিয়ে তাদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করেছি।
আরও পড়ুন: ফেনীতে বিএনপি নেতা মজনুর কম্বল বিতরণ
কম্বল বিতরণের সময় পুলিশ সুপারের সঙ্গে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ

