ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।
সোমবার (৩০ ডিসেম্বর) তিনি ফেনী-১ আসনের তিনটি উপজেলার বিভিন্ন স্থানে সভা করে এসব কম্বল বিতরণ করেন।
বিজ্ঞাপন
এ সময় মজনু বলেন, আমার দায়িত্ব এ আসনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিনিধিত্ব করা। আমাকে এমপি নির্বাচিত হতে হবে এমন কোনো কথা নেই। আমাদের মা খালেদা জিয়াকে আমরা নির্বাচিত করবো। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।
সোমবার সকালে ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ ও দুপুরে পরশুরামের ধনীকুন্ডা বাজারে, বিকেলে ছাগলনাইয়া উপজেলার আদালত পাড়া ও শুভপুরে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসব শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন - বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম বিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন আহমেদ, সদস্য আবু তালেব, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহম্মদ মজুমদার, সদস্য সচিব মো. আলমগীর বিএ, পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম, সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
প্রতিনিধি/ এমইউ

