বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ঢাকা

রাতে অসহায়দের বাড়িতে শীতবস্ত্র নিয়ে জেলা প্রশাসক  

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৫, ১০:০৬ এএম

শেয়ার করুন:

রাতে অসহায়দের বাড়িতে শীতবস্ত্র নিয়ে জেলা প্রশাসক  
মানুষের দরজায় দরজায় গিয়ে নিজ হাতে শীতবস্ত্র তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

সারাদেশের মত চাঁদপুরেও শীতের তীব্রতায় সাধারণ মানুষ জবুথবু হয়ে গেছে। বিশেষ করে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের শীতের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো আনুষ্ঠানিকতার মাধ্যমে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। কিন্তু উল্টো চিত্র দেখা গেছে চাঁদপুর জেলা প্রশাসনের। আনুষ্ঠানিকতার মাধ্যমে শীতবস্ত্র বিতরণ না করে তারা নিম্ন আয়ের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে শীতবস্ত্র। 

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের দরজায় দরজায় গিয়ে নিজ হাতে শীতবস্ত্র তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: মৃদু শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে  

এ বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন গণমাধ্যমকে জানান, আপনারা জানেন যে সারাদেশেই শৈত্যপ্রবাহ চলছে। সরকারের পক্ষ থেকে আমরা শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আমাদের কাছে পর্যাপ্ত শীতবস্ত্র রয়েছে। আমরা ইতিমধ্যে প্রতিটা ইউনিয়ন পর্যায়েও শীতবস্ত্র বিতরণ করছি। তারই অংশ হিসেবে আজকে আমরা শীতবস্ত্র নিয়ে অসহায় শীতার্তদের পাশে এসে দাঁড়িয়েছি। 

জেলা প্রশাসক আরও জানান, আমরা ইচ্ছা করলেই আনুষ্ঠানিকতা করে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম করতে পারতাম। কিন্তু, আমার কাছে মনে হলো যেন আনুষ্ঠানিকতা না করে যদি নিজের হাতে অসহায়দের বাসায় এসে শীতবস্ত্র দিতে পারি, তাহলেই হয়ত যার প্রয়োজন সেই পাবে। 

আরও পড়ুন: সিলেটে মাঝারি ভূমিকম্প 


বিজ্ঞাপন


এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান খান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর