মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ঢাকা

টাংগুয়ার হাওরে মাছ ধরার ইলেকট্রনিক যন্ত্র ও পাখিসহ আটক ৩

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৫, ০৩:০৩ পিএম

শেয়ার করুন:

টাংগুয়ার হাওরে মাছ ধরার ইলেকট্রনিক যন্ত্র ও পাখিসহ আটক ৩

সুনামগঞ্জের তাহিরপুরের টাংগুয়ার হাওরে ফাঁদ দিয়ে বন্য প্রাণী-পাখি, মাছ ও বুনো হাঁস শিকারের অপরাধে তিন শিকারীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ইলেকট্রনিক মাছ ধরার যন্ত্র ও পাখি উদ্ধার করা হয়।

শনিবার (৪ জানুয়ারি) ভোরে টাংগুয়ার হাওরের দায়িত্বে থাকা আনসাররা তাদের আটক করে।


বিজ্ঞাপন


আটক ব্যক্তিরা হলেন- উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পানিয়াখালী গ্রামের মনির উদ্দিনের ছেলে আল আমিন (২৪), একই গ্রামের মঞ্জুল হকের ছেলে কামরুল (২০) ও পাশ্ববর্তী মধ্যনগর উপজেলার রুপনগর গ্রামের মোহাম্মদ আলীনুরের ছেলে আতিকুল (২৮)।

আরও পড়ুন

বিমানে ওঠার আগেই গ্রেফতার ছাত্রলীগ নেতা

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন বলেন, আনসার সদস্যরা আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করেছে। ইতোমধ্যে আটক শিকারীদের নামে  মৎস্য সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে নিয়মিত মামলা দায়ের প্রস্তুতি চলছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম বলেন, পাখি, বুনোহাস,পরিযায়ী পাখি ইত্যাদি শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও টাংগুয়ার হাওরে কঠোর নজরদারি রাখা হচ্ছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর