লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের দহগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক সোলার প্যানেলের খুটি স্থাপনের চেষ্টা ভন্ডুল করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে ওই উপজেলার দহগ্রাম ইউনিয়নের ৮/৫১-এস মেইল পিলারের কাছে আনুমানিক ৬০ গজ ভারতের অভ্যন্তরে অবৈধভাবে লোহার খুঁটি দিয়ে সোলার প্যানেলযুক্ত লাইট পোস্ট স্থাপন কাজ শুরু করে। এ সময় বিজিবি বাধা প্রদান করেন।
বিজ্ঞাপন
বিজিবি সূত্রে জানা গেছে, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধীনস্থ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ভারতীয় ৬ ব্যাটালিয়ন বিএসএফ এর করুন ক্যাম্পের বিএসএফ সদস্যরা ভারতীয় নাগরিকদের সহায়তায় সীমান্ত পিলার ডিএএমপি ৮/৫১-এস হতে আনুমানিক ৬০ গজ ভারতের অভ্যন্তরে অবৈধভাবে লোহার খুঁটি দিয়ে লাইট পোস্ট স্থাপন কাজ শুরু করে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে বিজিবি টহল দল দ্রুতই ঘটনাস্থলে পৌছায় এবং কাজে বাঁধা প্রদান করে। বিজিবির বাঁধা উপেক্ষা করে বিএসএফ সদস্যরা কাজ অব্যাহত রাখার চেষ্টা করলে বিজিবি টহল দল তীব্র প্রতিবাদ জানায়। এক পর্যায়ে বিজিবি টহল দলের তীব্র প্রতিবাদের প্রেক্ষিতে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ রেখে সীমান্তের ১৫০ গজ ভারতের অভ্যন্তরে পিছু হটতে বাধ্য হয় এবং পরবর্তীতে অবৈধভাবে স্থাপনকৃত মালামাল সরিয়ে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
এ ব্যাপারে বিজিবি পানবাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার জামিল হোসেন জানান, এ বিষয়ে তাৎক্ষণিক মৌখিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে। ওই এলাকায় বিজিবি টহল দল সার্বক্ষণিকভাবে অবস্থান পূর্বক নজরদারী বৃদ্ধি করা হয়েছে। এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে।
প্রতিনিধি/ এজে