রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের সময় নাইজেরিয়ান নাগরিক আটক

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ এএম

শেয়ার করুন:

loading/img

ভারত থেকে অবৈধ উপায়ে অনুপ্রবেশেন সময় ফেনীর সীমান্ত এলাকায় এক নাইজেরিয়ান নাগরিক আটক করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে পরশুরাম উপজেলার পূর্ব নিজ কালিকাপুর এলাকা থেকে তিনি বিজিবির হাতে আটক হন।


বিজ্ঞাপন


আটক ব্যক্তির নাম GILBERT APEH, বাবা- EMEKA। পাসপোর্ট নম্বর A10880738। তার সঙ্গে থাকা পাসপোর্টের তথ্যমতে, তিনি গত ২২ মে নাইজেরিয়া হতে বিমানযোগে ভারতের নিউ দিল্লি এয়ারপোর্টে আসেন। সেখানে বেশ কিছুদিন ধরে অবস্থান করে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে।

IMG-20241229-WA0007

ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিককে আটক করে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর