সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

পাবনায় ৫ চাল ব্যবসায়ীকে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩ জুন ২০২২, ০৮:১৯ এএম

শেয়ার করুন:

loading/img
ছবি : ঢাকা মেইল

পাবনার বেড়া উপজেলায় অভিযান চালিয়ে ক্রয়-বিক্রয়ের রশিদ, লাইসেন্স এবং মূল্য তালিকা না থাকার অপরাধে ৫ চাল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ জুন) বিকেলে বেড়া বাজার ও বৃশালিকা ঘাট এলাকায় এই অভিযান চালানো হয়।


বিজ্ঞাপন


অভিযানে ক্রয়-বিক্রয়ের রশিদ, লাইসেন্স ও মূল্য তালিকা না থাকার অপরাধে চাল ব্যবসায়ী সবুজ উদ্দিনকে ১০ হাজার, মামনু হোসেনকে ৩ হাজার, ভাই ভাই ট্রেডার্সের নজরুল ইসলামকে ১৫ হাজার, মো. মুকুল হোসেনকে ২০ হাজার ও রফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বেড়ার সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্নার নেতৃত্বে অভিযানে বেড়া মডেল থানা পুলিশ ও উপজেলা খাদ্য অফিসারের সার্বিক সহযোগিতায় চালের বাজারে এই অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না জানান, বিভিন্ন অনিয়মের দায়ে ৫ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। সেই সঙ্গে ব্যাবসায়ীদের লাইসেন্স গ্রহণ, মুল্য তালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়। 

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর