শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

আমরা ভারতবিরোধী নই, উগ্র সাম্প্রদায়িক মোদিবিরোধী: সারজিস

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:২২ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি: ঢাকা মেইল

বাংলাদেশের মানুষ ভারতবিরোধী নয়, উগ্র সাম্প্রয়িক মোদিবিরোধী বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে নীলফামারীর সৈয়দপুরে এক মতবিনিময় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।


বিজ্ঞাপন


বাংলাদেশ-ভারত সাম্প্রতিক বিরোধ প্রসঙ্গে সারজিস বলেন, আমরা ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ ভারতবিরোধী নয়। বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয়, কিন্তু বাংলাদেশের মানুষ উগ্র সাম্প্রদায়িক মোদিবিরোধী। যে মোদি মুসলমানদের রক্তের ওপরে এসে এই ভারতের ক্ষমতায় এসেছে।

আলোচিত এই ছাত্র নেতা বলেন, আমরা স্পষ্ট করে একটি কথা বলি, সম্পর্ক হবে দেশের সাথে দেশের, ব্যক্তির সাথে ব্যক্তির নয়৷ দলের সাথে দলের নয়৷ বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমের বিষয়ে যদি পৃথিবীর কোনো দেশ কোনো দল কোন মানুষ বিন্দুমাত্র প্রশ্ন করার সাহস করে, আমরা তাদের জীবনের বিনিময়ে হলেও প্রতিহত করব।

এ সময় তিনি পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বলেন, একটা মানুষের যদি ন্যূনতম লজ্জা থাকতো এই ক্ষমতা পিপাসু নারী তার নিজের কথা আর তার পরিবারের কথা একপাশে রেখেছে। এজন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে তার এমন এক করুণ পরিণতি হয়েছে। তার যদি বিন্দুমাত্র লজ্জা থাকে তাহলে সে মরণের পূর্বে বাংলাদেশে পা রাখবে না।

সারজিস বলেন, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এই খুনি হাসিনাকে বাংলাদেশে ফাঁসির মঞ্চে দেখতে চাই। যেই হাসিনা তার পরিবারের সদস্যদের হত্যার ও তার কথা সামনে রেখে অনেক অপরাধী কিংবা নিরপরাধী মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। অসংখ্য আলেমকে জেলখানায় বন্দি করে রেখেছিল। সেই খুনি হাসিনা যখন দুই হাজার মানুষকে হত্যা করেছে, তার ফাঁসি এ বাংলাদেশে হওয়া উচিত৷


বিজ্ঞাপন


এ সময় তিনি দেশ গঠন প্রসঙ্গে বলেন, আমরা যখন দেশের উন্নতির কথা চিন্তা করব, তখন আমাদের ব্যক্তিগত জায়গা থেকে নিজেদের ভালো হতে হবে। আমরা যখন একটা সরকারি মেডিকেল কলেজে যাব, আমার সামনে ১০ জন আছে গেটে ২০০ টাকা দিয়ে ২ নাম্বারে চলে গেলাম, এভাবে কখনো আমরা ভালো বাংলাদেশ প্রত্যাশা করতে পারি না।

আরও পড়ুন

‘মুক্তিযুদ্ধটা আমাদের, ভারত কীভাবে দেখে এটা তাদের ব্যাপার’

মোদির টুইট বার্তায় জামায়াতের প্রতিবাদ 

এই সমন্বয়ক বলেন, এই সৈয়দপুরের কথা, যদি বলি কোনো একজন মানুষ ৫ থেকে ৬ হাজার টাকা খরচ করে বিমানে ঢাকা থেকে সৈয়দপুর এলো, কোনো সমস্যা নেই। কিন্তু ওই ব্যক্তিটি যখন সৈয়দপুর-পঞ্চগড়  যেতে চায় তখনই সমস্যা। এইখানে এমন একটি সিন্ডিকেট গড়ে উঠেছে, ওই মানুষগুলোকে কিছু কার ভাড়া করার জন্য জিম্মি করে। এই সৈয়দপুর সিন্ডিকেটের কারণে বেসরকারি বিমানগুলোর যে বাসগুলো চলে, যেগুলো সঠিকভাবে পরিচালনা করতে পারে না।

সারজিস আলম বলেন, আমরা যেমন অপরের দোষটি শুনে সমস্বরে গলা মিলাবো, নিজের দোষটি প্রকাশ হলে মেনে নেওয়ার মনমানসিকতা থাকতে হবে। নিজের জায়গায় যদি নিজে ঠিক হতে না পারি, তাহলে আরেকজনে জ্ঞান দেওয়ার নৈতিক অধিকার আমাদের নেই। সেই জায়গা থেকে বাজার হোক, সিন্ডিকেট হোক, চাঁদাবাজি হোক না কেন, এগুলো সেদিন ঠিক হবে যেদিন আমরা ঠিক হব।

১৪ ও ১৫ ডিসেম্বরের চিত্রাংকন প্রতিযোগিতায় নির্বাচিত বিজয়ীদের হাতে সাটিফিকেট ও পুরস্কার তুলে দেন জুলাই আন্দোলনের অন্যতম এই নেতা।

পরে ব্যবসায়ী ও ছাত্র আন্দোলনে আহতদের সাথে স্থানীয় একটি হোটেলে মতবিনিময় করেন সারজিস আলম।

প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন