সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘মুক্তিযুদ্ধটা আমাদের, ভারত কীভাবে দেখে এটা তাদের ব্যাপার’

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৩ পিএম

শেয়ার করুন:

‘মুক্তিযুদ্ধটা আমাদের, ভারত কীভাবে দেখে এটা তাদের ব্যাপার’
ফাইল ছবি

বাংলাদেশের বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে টুইট করেছেন এর জবাবে অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল ড. সাখাওয়াত হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধটা আমাদের। ভারত যদি এটাকে অন্যভাবে দেখে, তাহলে সেটা তাদের ব্যাপার।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সিলেট মেরিন একাডেমির কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।


বিজ্ঞাপন


গতকাল বাংলাদেশের বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি টুইট করেন। সেখানে তিনি বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে লেখেন, ‘আজ এই বিজয় দিবসে, আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সেনাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই।’

আরও পড়ুন

বিজয় দিবস নিয়ে মোদির পোস্টের তীব্র প্রতিবাদ আসিফ নজরুলের

বিজয়ের দিনে মোদির পোস্ট নিয়ে তীব্র প্রতিক্রিয়া হাসনাত আবদুল্লাহর

সে প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, ‘ভারতীয় প্রধানমন্ত্রী তার মতো করে বলেছেন। কিন্তু বিশ্ববাসী জানে এ ব্যাপারে। আজ ৫২ বছর হয়ে গেছে। এই নয় মাসের যুদ্ধ বাংলাদেশের যুদ্ধ। আমাদের প্রাণহানি হয়েছে। নয় মাস দেশ বড় রকমের রক্তপাতের মধ্যে ছিল।’

নৌপরিবহন উপদেষ্টা বলেন, ‘আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম। আমরা আমাদের যুদ্ধটি শেষ করেছি। সেখানে ভারতের সাহায্য সহযোগিতা অবশ্যই ছিল, তাতে কোনো সন্দেহ নাই। আমরা সেটাও স্মরণ করি। কিন্তু এখন ওটাই যদি ওনারা অন্যভাবে দেখেন, সেটা ওনাদের ব্যাপার।’


বিজ্ঞাপন


জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর