সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোদির টুইট বার্তায় জামায়াতের প্রতিবাদ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৬ পিএম

শেয়ার করুন:

মোদির টুইট বার্তায় জামায়াতের প্রতিবাদ 

বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই প্রতিবাদ জানান।


বিজ্ঞাপন


বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ‘১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। ওই পোস্টে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন এবং ১৯৭১ সালের ঐতিহাসিক বিজয়কে ভারতীয় বিজয় হিসেবে উল্লেখ করেছেন।

তিনি আরও বলেন, ‘মোদি তার পোস্টে বাংলাদেশের নামও উল্লেখ করেননি।’

গোলাম পরওয়ারের মতে— মোদির এই বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের প্রতি অসম্মানজনক এবং অমর্যাদাকর। 

তিনি মন্তব্য করেন, ‘এটি প্রমাণিত হলো যে, ৫৩ বছর আগে জামায়াতে ইসলামী ভারতের আধিপত্যবাদের আশঙ্কা সম্পর্কে যে বক্তব্য দিয়েছিল, তা সঠিক ছিল। মোদি তার পোস্টের মাধ্যমে জামায়াতের বক্তব্যের সত্যতার পক্ষে রাজ সাক্ষী হয়ে রইলেন।’


বিজ্ঞাপন


জামায়াতে ইসলামী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

এমই/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর