চাঁদপুরে জাতীয় শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন সহস্রাধিক মানুষ।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জড়ো হন বহু নারী-পুরুষ ও শিশু। চলে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা। চিকিৎসকের পরামর্শ শেষে দেওয়া বিনামূল্যে ওষুধ।
বিজ্ঞাপন
সামাজিক সংগঠন আল হিলাল ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় শিশু, গাইনি, চর্ম ও মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে এই চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও ব্লাডগ্রুপিং সেবা পেয়ে খুশি গ্রামবাসী। সংগঠনটির মাধ্যমে প্রতি মাসে এমন সেবা দেওয়া হত-দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চান আল হিলাল ফাউন্ডেশন।
আরও পড়ুন
চিকিৎসা নিতে আসা নুরুল ইসলাম গাজী, মনি বেগম, ফারুক ও কমলা বেগম জানান, গ্রামের অসহায় মানুষ টাকা খরচ করেও অভিজ্ঞ চিকিৎসক দেখাতে পারে না। আমরা এখানে চিকিৎসক পেয়ে অনেক খুশি। শত শত মানুষ চিকিৎসা নিতে এসেছে। যারা এই উদ্যোগ নিয়েছে, তা খুবই প্রশংসনীয়। প্রতিমাসে যদি এমন আয়োজন থাকে তাহলে গ্রামের মানুষ খুবই উপকার পাবে। কারণ এখানে চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
আল হিলাল ফাউন্ডেশনের আহ্বায়ক জাহিদুল ইসলাম খান বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বহু নারী-পুরুষকে এই সেবা দেওয়া হচ্ছে। আগামীতে জেলাব্যাপী করার উদ্যোগ নেওয়া হবে। আমরা মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। যাদের ডাক্তার দেখানো বা ওষুধ কেনার সামর্থ্য নেই তাদের পাশে আমরা আছি। মেডিকেল ক্যাম্প ছাড়াও সব সময় আমরা মানুষের পাশে থাকব।
প্রতিনিধি/এসএস